হিউম্যান ভয়েস, ডেস্ক: কলকাতায় ফের ফিরে এলো শীতের আমেজ। এক রাতে ছয় এর ঘরে এসে দাঁড়িয়েছে পারদ। তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামি ৪৮ ঘণ্টার মধ্যে আরও কিছুটা পারাপতনের ইঙ্গিত।
অন্যদিকে, শীতের মরসুমে কাঁপছে উত্তর ও পশ্চিম ভারত। তাপমাত্রার পারদ নেমেছে চণ্ডীগড় ও একাধিক শহরে। বিপরীত ঘূর্ণাবর্তের জলীয় বাষ্পের শক্তিশালী দেওয়াল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই কনকনে হাওয়া ঢুকতে দেয়নি বড়দিনে। সেই বাধা সরতেই অবাধ এবং উন্মুক্ত শীত। তীব্র শীতের অনুভূতি দেখা মিলছে বিহার ও ঝাড়খন্ডে। হাওয়া অফিস সূত্রে খবর, আকাশ থাকবে মেঘমুক্ত এবং পরিষ্কার। আগামী দুদিন তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, কাশ্মীর ভ্যালি, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড সহ পশ্চিমী হিমালয়ের পার্বত্য এলাকায়। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তর প্রদেশে থাকতে পারে ঘন কুয়াশার দাপট। চরম শৈত্য প্রবাহের সর্তকতা থাকছে রাজস্থানে।
(শিবাঙ্গি সিংহ)
Follow Us On Social Media