হিউম্যান ভয়েস, ডেস্ক: সপ্তাহের মাঝামাঝি সময়ে আজ এক ধাক্কায় অনেকটা কমল সোনালী ধাতুর দাম। আর সোনার পাশাপাশি এদিন রুপোর দামেও দেখা গেল বেশ খানিকটা হেরফের। এক কেজি রুপোর দাম কমল ৩০০ টাকা।
এদিন কলকাতায় ২২ ক্যারেট (১ গ্রাম) হলমার্ক সোনা: ৪,৬০০ টাকা
২২ ক্যারেট (৮ গ্রাম) হলমার্ক সোনা: ৩৬,৮০০ টাকা
২২ ক্যারেট (১০ গ্রাম) হলমার্ক সোনা: ৪৬,০০০ টাকা
২২ ক্যারেট (১০০ গ্রাম): হলমার্ক সোনা ৪,৬০,০০০ টাকা
২৪ ক্যারেট (১ গ্রাম) পাকা সোনা: ৫,০১৮ টাকা
২৪ ক্যারেট (৮ গ্রাম) পাকা সোনা : ৪০,১৪৪ টাকা
২৪ ক্যারেট (১০ গ্রাম) পাকা সোনা: ৫০,১৮০ টাকা
২৪ ক্যারেট (১০০ গ্রাম) পাকা সোনা: ৫,০১,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,৬০০ টাকা
পরপর দু’দিন সোনালী ধাতুর দাম বাড়লেও আজ কমল। এই মূল্যবৃদ্ধির বাজারে সোনার উপর মূল্য বেশ খানিকটা হ্রাস পাওয়ায় হাসি ফুটেছে ক্রেতাদের মুখে।
Follow Us On Social Media