হিউম্যান ভয়েস, ডেস্ক: এডসন অ্যারানটিস দো নাসিমেন্তো বিশ্ব ফুটবলকে মাতিয়ে রেখেছিলেন , জিতেছিলেন তিনটি বিশ্বকাপ। মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে স্থান দখল , ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে আবির্ভাব। সর্বদাই রাজকীয় ভাব , যেন এলেন দেখলেন এবং জয় করলেন।
১৯৫৮ পর , চারবছর পরে ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল , জয়ের ভরকেন্দ্রে পেলে। ১৯৬৬ সালে ইংল্যাণ্ডের মাটিতে পেলে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কড়া ট্যাকেলে খেলতেই পারেননি। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ১৯৫৭ থেকে ১৯৭০ সাল অবধি ব্রাজিলের জার্সিতে খেলেছেন। ১৯৭০ সালের বিশ্বকাপের সেরা ফুটবলারের সম্মান পেয়েছিলেন। ২০০০ সালে ফিফার বিচারে শতাব্দীর সেরা ফুটবলারের সম্মান পেয়েছেন।
বিগত প্রায় ১মাস হাসপাতালে ভর্তি ছিলেন পেলে, জানাযায় ক্লোন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ক্যান্সারের চিকিৎসা শরীরে কার্যকর হচ্ছিল না। শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন না।আর তারপরই গত বৃহস্পতিবার রাতে পরলোক গমন করেন ফুটবল কিং খ্যাত পেলে। মাত্র ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফুটবল কিং পেলে।
এই খবর শোনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকাহত। তিনি টুইটের লিখেছেন”
পেলে, তার কিংবদন্তি পারফরম্যান্স এবং কৃতিত্বের মাধ্যমে, সারা বিশ্বের অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন। তার মৃত্যুর সংবাদ আমাকে ২০১৫ সালে আমাদের স্মরণীয় বৈঠকের কথা মনে করিয়ে দেয়। আমি তার আত্মার শান্তি কামনা করি।”
( শ্রীঞ্জয় পাল , মৌমিতা পাল)
Follow Us On Social Media