হিউম্যান ভয়েস, ডেস্ক: প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা। তিনি ছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক। বৃহস্পতিবার সকালে বহরমপুরের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই মৃত্যু হয় মন্ত্রী সুব্রত সাহার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মন্ত্রী সুব্রত সাহাকে বুধবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির কিছুক্ষণ পর বেলা ১১ টার নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবাসন হয় রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার।
উল্লেখ্য, মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন সুব্রত সাহা। পরপর তিনবার সেই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এই তৃণমূল বিধায়ক। সুব্রত সাহার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি দপ্তরের বেলা ২টোর পর ছুটি ঘোষণা করেছেন রাজ্য সরকার।
ছবি- সংগ্রহীত
Follow Us On Social Media