হিউম্যান ভয়েস, ডেস্ক: কলকাতায় ভারতীয় জাদুঘরের চলল দফায় দফায় গুলি। এক সিআইএসএফ কর্মী একে-৪৭ রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালাচ্ছে জাদুঘরে। আর তাতে এখনো পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক কনস্টেবল এবং অফিসার।
জানা যায়, এ দিন সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ভারতীয় জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের বারাকের ভিতর থেকে গুলি চলার শব্দ শোনা যায়৷ দফায় দফায় ১৫ রাউন্ড গুলি চলে ভারতীয় জাদুঘরে। আর সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক কনস্টেবল এবং আহত অফিসার। এরপর ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশ এবং এম্বুলেন্স। অবশেষে বুলেট প্রুফ জেকেট পরে কমান্ডোরা একে একে বারাকে ঢুকে সিআইএসঅফের কর্মরত ওই জওয়ানকে আটক করেছেন।
যদিও অভিযুক্ত জওয়ান কেন এ ভাবে সহকর্মীদের উপরে এলোপাথাড়ি গুলি বর্ষণ করলেন, তা এখনো স্পষ্ট নয়৷
ছবি- সংগৃহীত
Follow Us On Social Media