হিউম্যান ভয়েস, ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ভারতীয় উইকেট কিপার ঋষব পান্থ। যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে গাড়ির।
উল্লেখ্য, জানা গিয়েছে, বাড়ি ফেরার পথে উত্তরাখণ্ডের রুরকি নামক জায়গায় সকাল পাঁচটা পনেরো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সকাল কুয়াশাছন্ন থাকায় পন্থের বি এম ডাব্লিউ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। মাথায় ও পায়ে গুরুতর ভাবে চোট পান ঋষব। গাড়িটি ধাক্কা লাগার কারণে গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
প্রসঙ্গত, কোনো রকম ভাবে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পান্থকে। তাকে রুরকির কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Follow Us On Social Media