হিউম্যান ভয়েস, ডেস্ক: যে কোন ক্যান্সারের চিকিৎসায় সার্জারি বা অপারেশন হলেও, কিছু ক্ষেত্রে শরীরের অন্যান্য অঙ্গে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তবে চিকিৎসকরা গবেষণা করে জানিয়েছেন, ক্যান্সার কোষ ছড়িয়ে পড়া রুখে দিতে পারে লোকাল অ্যানাস্থেশিয়ার প্রয়োগ। টাটা মেমোরিয়াল সেন্টারের এক চিকিৎসক গবেষণা করে বলেছেন, সামান্য ১০০ টাকার সাধারণ অ্যানাস্থেটিক ইনজেকশন আনতে পারে চিকিৎসা ক্ষেত্রে এমন বিপ্লব। যা ক্যান্সার কোষগুলিকে ঘুম পাড়িয়ে রাখতে পারে, ফলে মেটাস্টেটিসও রুখে দেওয়া সম্ভব হতে পারে।
গবেষকরা বলেছেন, বিশ্বে আগে এই ধরনের স্টাডি কখনোই করা হয়নি। লোকাল অ্যানাস্থেশিয়ার প্রয়োগ শুধু ক্যান্সার কোষের মুভমেন্ট কমিয়ে ফেলতে পারে এমনটা নয়। পাশাপাশি টিউমারের চিকিৎসাতেও যথেষ্ট কার্যকরী। যে সকল সার্জেন বেস্ট ক্যান্সারের চিকিৎসা করছেন তাদের অবশ্যই এই স্বল্প খরচের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা উচিত।
Follow Us On Social Media