হিউম্যান ভয়েস, ডেস্ক: বছরের শুরুতে শীতের ছক্কা। শীতের মরসুমে কাঁপছে কলকাতা। আজ তাপমাত্রা নামল দশের ঘরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা কলকাতায় কার্যত রেকর্ড। গত পাঁচ বছরে এই প্রথম ১০ ডিগ্রির ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
এই কনকনে ঠান্ডার রেস থাকবে শনিবার পর্যন্ত। হতে পারে শৈলপাত পশ্চিমবঙ্গের কোথাও কোথাও। উত্তরবঙ্গের দু-এক জেলায় ঘন কুয়াশা। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, পরে পরিষ্কার আকাশ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের পর তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার ফের নামবে পারদ জমিয়ে শীতের স্পেল আসবে। একটানা ৬ থেকে ৭ দিন এই জমিয়ে শীতের স্পেল চলবে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। অবাধ উত্তুরে হাওয়াতে কনকনে ঠান্ডা জেলায় জেলায়। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা আট ডিগ্রি বা তার নিচে নামতে পারে।
(শিবাঙ্গী সিংহ)
Follow Us On Social Media