হিউম্যান ভয়েস, ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে নতুন কৌশল রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। আদালতের নির্দেশে এদিন কৃষক সমাবেশ করার অনুমতি পেয়েছিলেন শুভেন্দু। মেদিনীপুরের চন্দ্রকোনায়, সোমবার এক নয়া অবতারে দেখা গেল তাকে। সেই জনসভায় গিয়ে গায়ে তুলে নিলেন এক নতুন জার্সি। ‘নো ভোট টু মমতা’ , কয়েকদিন আগে রাজ্য বিধানসভার বাইরে এই শ্লোগান তুলেছিলেন তিনি। কিন্তু এবার তা প্রকাশ্যে জনসভায় নিয়ে এলেন বিরোধী দলনেতা।
জানা গেছে, এদিনের জনসভায় তিনি ফের দাবি করেন, নন্দীগ্রামের ঘটনার দিন গ্রামবাসীদের পাশে ছিল না কেউই। ফলে রাজনৈতিক মহল মনে করছেন, শুভেন্দু এই কৃষক সমাবেশে নাম না ধরে তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেত্রীর।
পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর এই স্লোগানে কতটা নতুনত্ব দেখতে পারছেন রাজনীতির কারিগররা সেটাই এখন বোঝার। যদিও তাদের দাবি, ২০০৯ সালে একই কায়দায় সিপিএমের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন তৃণমূল নেত্রী। তবে কি মমতার দেখানো পথেই হাঁটতে হচ্ছে শুভেন্দুকে!
Follow Us On Social Media