হিউমান ভয়েস,ডেস্ক: রাজ্যে ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। আর সেই কারণেই এবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলের তরফে অভিভাবকদের নোটিশ পাঠানো হয়েছে। বুধবার রাতে অভিভাবকের কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে, পড়ুয়ারা মাস্ক না পড়া থাকলে ক্লাসরুমে ঢোকার অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, মাক্স পড়ার পাশাপাশি আরও একাধিক সাবধানতামূলক পদক্ষেপ নেওয়ার নোটিশ দিয়েছে দক্ষিণ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলজিয়েট স্কুল কর্তৃপক্ষ। এদিকে করোনা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় সেন্ট জেভিয়ার্স স্কুলের পাশাপাশি আরও বেশ কয়েকটি বেসরকারি স্কুল এইরকমই সিদ্ধান্ত নিয়ে অভিভাবকদের ইমেইল করে জানিয়েছে ইতিমধ্যে। মাক্স ছাড়া ক্লাসরুমে ও স্কুলে অনুমতি নয়।
মাক্স পড়া বাধ্যতামূলক করা হচ্ছে স্কুলগুলোতে। গত কুড়ি মাসে অনলাইনে বাড়ি থেকে ক্লাস নেওয়ায় মাক্সের কোন বালাই ছিল না। কিন্তু আবার ফিরছে মাক্সের কড়াকড়ি। তাই এবার পড়ুয়াদের নিয়ে ফের চিন্তিত অভিভাবকরা। স্কুল চলাকালীন সময় এতক্ষণ ধরে বাচ্চারা কি করে মাক্স পড়ে থাকবে? এই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকদের একাংশ।
ছবি- সংগৃহীত
Follow Us On Social Media