হিউম্যান ভয়েস, ডেস্ক: আরও একবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন কুপার হাসপাতালের মর্গকর্মী রূপকুমার শাহ। যদিও তিনি এর আগেই বলেছিলেন যে আত্মহত্যা করেননি সুশান্ত। বরং তাকে খুন করা হয়েছিল। তবে এরপর ফের মুখ খুললেন মর্গকর্মী রূপকুমার শাহ।
এক সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ দেখে তার মনে হয়নি সেটা আত্মহত্যার ঘটনা। কারণ অভিনেতার চোখে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখেছিলেন তিনি। এছাড়াও চোখের পাশের এবং শরীরের একাধিক হাড়ও ভাঙ্গা ছিল সুশান্তের।
এছাড়া রুপকুমার শাহ আগেই জানিয়েছিলেন যে, সুশান্তের গলায় যে দাগ ছিল তা আত্মহত্যার ফাঁসের দাগ নয়। সেই দাগ ছিল কাউকে শ্বাসরোধ করে হত্যা করার সময় যেমন দাগ থাকে ঠিক তেমনি। যদিও মর্গকর্মী সঠিকভাবে বলতে পারেননি যে সেই সময় কোন চিকিৎসক ছিলেন। তিনি এও জানান, তিনি তার নিজের কথা ভাবছেন না বরং তিনি চাইছেন সত্যিটা যেন সকলের সামনে আসে।
সূত্র- এবিপি আনন্দ
Follow Us On Social Media