হিউম্যান ভয়েস, ডেস্ক: পার্কস্টিট জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে গুলিবর্ষণের ফলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ রবিবার হলেও, অন্যান্য ছুটির দিনের তুলনায় আজকের দর্শকের সংখ্যা যথেষ্টই কম কলকাতার জাদুঘরে।
এহেন ঘটনা ঘটায় জাদুঘর কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, এখন থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতা জাদুঘরের দর্শকদের কাছে থাকতে পারবেনা সিআইএসএফ। পাশাপাশি ধৃত জওয়ানকে হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ব্যারাকে কর্মরত কনস্টেবলের একে ৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে হঠাৎই গুলি চালাতে শুরু করেন অক্ষয়। জানা গেছে, সহকর্মীকে খুনের পর আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেন ওই জওয়ান। যদিও লাউড স্পিকারে অনুরোধ জানিয়ে তাকে বাগে আনেন কলকাতা পুলিশের অফিসাররা। জাদুঘর সূত্র থেকে যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে মনে করা হচ্ছে যে, এই গুলিকাণ্ডের নেপথ্যে ছুটি সংক্রান্ত ক্ষোভ থাকতে পারে।
প্রসঙ্গত, এই ঘটনায় যথেষ্ট উদ্বেগ বেড়েছে প্রশাসনের। দর্শকদের নিরাপত্তা নিয়ে ভাবনা চিন্তা করার পাশাপাশি, জাদুঘরে যাবতীয় সিসিটিভি খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।
ছবি- সংগৃহীত
Follow Us On Social Media