হিউম্যান ভয়েস, ডেস্ক: সোনা কে না পছন্দ করে। তবে সোনাকে শুধুমাত্র তার শোভাময় মূল্যের জন্যই নয় বরং একটি নিরাপদ বিনিয়োগের হাতিয়ার হিসেবেও দেখা হয়। তবে, দেশীয় এবং সেইসাথে আন্তর্জাতিক কারণগুলির উপর নির্ভর করে নিয়মিতভাবে সোনার দাম ওঠানামা করতে থাকে।
প্রসঙ্গত, দেশের মধ্যে বেশ কিছু রাজ্যে কমেছে সোনার দাম। জানুন বিস্তারিত –
কলকাতা: কলকাতায় আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 55,900 টাকা।
নয়াদিল্লি: নয়াদিল্লিতে আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 56,050 টাকা।
মুম্বই: মুম্বাইতে আজ 22 ক্যারেট 10 গ্রম সোনার দাম থাকল 55,900 টাকা।
চেন্নাই: চেন্নাইতে আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 56,500 টাকা।
সূত্র – সংগৃহিত
Follow Us On Social Media