হিউম্যান ভয়েস, ডেস্ক: অবশেষে স্বস্তি মিলল দক্ষিণবঙ্গে। আপাতত বেশ কয়েকটি দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণে। যার ফলে কিছুটা কমবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমানে। আর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার কয়েকটি জায়গায়।
তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এদিকে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ শহর কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে।
Follow Us On Social Media