হিউম্যান ভয়েস, ডেস্ক: ৬ এপ্রিল, বৃহস্পতিবার, ৪৩ তম প্রতিষ্ঠা দিবস ভারতীয় জনতা পার্টির। তার প্রস্তুতি এখন তুঙ্গে। ধুমধাম করে হবে তার উদযাপন। এই উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা সম্প্রচারের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। এর উপলক্ষে ১০ লক্ষ জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা সম্প্রচার করা হবে।
সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিজেপির জাতীয় দলীয় পতাকা উত্তোলন করবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি কিছু বক্তব্যও রাখবেন। কয়েকজন বর্ষীয়ান বিজেপি নেতা জানিয়েছেন, এরপর দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয় থেকে মোদীর বক্তৃতা সম্প্রচার করা হবে।
৬ই এপ্রিল থেকে ১৪ এপ্রিল আম্বেদকরের জন্মবার্ষিকী পর্যন্ত এক সপ্তাহব্যাপী কর্মসূচি জারি রাখবে বিজেপি। এর মাধ্যমে সামাজিক সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দেবে পদ্ম শিবির।
সূত্র- সংগৃহীত
Follow Us On Social Media