হিউম্যান ভয়েস, ডেস্ক: গত বৃহস্পতিবার থেকে রাজ্যে ফিরেছে শীতের আমেজ। তাপমাত্রা নেমেছিলো এক ধাক্কায় ৬ ডিগ্রি। আজও সামান্য নামল পারদ। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
প্রসঙ্গত, কলকাতা ও তার আশেপাশে জেলা গুলিতে ভোরের দিকে থাকবে কুয়াশা এবং বেলা বাড়তেই থাকবে পরিস্কার আকাশ। হাওয়া অফিস জানিয়েছেন, শুক্রবার অর্থাৎ আজ সামান্য পারদ নামলেও শনিবার ও রবিবার বাড়বে তাপমাত্রা। ফলে বছর শেষ ও বর্ষবরণে শীতের আমেজ বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই। ৩০ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি।
উল্লেখ্য, গোটা উত্তর প্রদেশে হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। অনেক খানি পারদ নেমেছে দিল্লি সহ উত্তর ভারতে। দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে উধাও হয়ে গিয়েছিল শীত। উল্টে ডিসেম্বরের শেষ সপ্তাহে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা।
(শিবাঙ্গি সিংহ)
ছবি সংগৃহীত
Follow Us On Social Media