হিউম্যান ভয়েস, ডেস্ক: আজও পনেরোর নিচে থাকবে কলকাতার পারদ। সামান্য হলেও তাপমাত্রা বাড়তে পারে রবিবার থেকে। তিলোত্তমার সকাল থাকবে ঘন কুয়াশা এবং বেলা বাড়তে দেখা মিলবে পরিস্কার আকাশের। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। শহরে শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৮ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৬ শতাংশ।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার অর্থাৎ নতুন বছরের শুরুতে বাড়বে তাপমাত্রা তবে সেটিও সামান্য। তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। আগামী দুই তিন দিন কুয়াশার সতর্কতা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং দিল্লিতে। উত্তর পূর্ব ভারতের রাজ্যে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও থাকবে ঘন কুয়াশার সতর্কতা।
শনিবার থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পার্বত্য এলাকায়। সিকিমে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আগামী চার থেকে পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। জলীয় বাষ্পের পরিমাণ কমবে বলেও জানা গিয়েছে।
Follow Us On Social Media