হিউম্যান ভয়েস, ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙন শাসক দলের। মালদহে পরপর ধাক্কা তৃণমূলের। প্রথমে কংগ্রেস, আর এবার বিজেপি। বৃহস্পতিবার বিধায়কের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করলেন মালদহের একাধিক পরিবার গাজোলের শাসকদলের উপর ক্ষোভ প্ৰকাশ করে একাধিক তৃণমূলের কর্মী বিজেপিতে যোগদান করেন। বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণের উপস্থিতিতে হয় এই যোগদানসভা। তৃণমূলের দুর্নীতি থেকে মুক্তির জন্য এই যোগদান জানান বিধায়ক। তবে এই দলবদলকে কোনো গুরুত্ব দিতে রাজি নয় শাসকদল। কয়েকদিন আগেই হাজার কয়েক কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন।
মালদহের গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের জাজিলাপাড়া এলাকার প্রায় ৩৫ টি পরিবার যোগ দিয়েছে গেরুয়া শিবিরে।গেরুয়া শিবির সূত্ৰে জানা যায় যাঁরা দল বদল করেছেন তাদের মধ্যে অনেকে ছিলেন স্থানীয় নেতা, কর্মী ও সমর্থক।যোগদান সভাতে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনিই প্রত্যেকের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন।
উল্লেখ্য, দল বদল করা এক কর্মীর মন্তব্য, এলাকায় রাস্তা ঘাটের অবস্থা খারাপ। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝ পথেই প্রসব হয় অনেকের। বারবার আবেদন জানিয়েও কোনও উন্নতি হয়নি। এই প্রসঙ্গে বিজেপি বিধায়কের মন্তব্য, ‘তৃণমূলের, দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই কর্মীরা তৃণমূলের সঙ্গ ছাড়লেন। গেরুয়া শিবিরের হাত শক্ত করলেন।’
সূত্র- সংগ্রহীত
Follow Us On Social Media